প্রিয় অন্যরকম টিম মেম্বার,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইনশাআল্লাহ্ প্রতিমাসের প্রথম বুধবার সকল টিম মেম্বারদের উদ্দেশ্যে “অন্যরকম ভাবনা” শীর্ষক উপদেশ ও অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত আলোচনা আগামী বুধবার ০৫/০৪/২০২৩ ইং দুপুর ৩:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের জন্য আলোচক হিসেবে থাকবেন– মাহমুদুল হাসান সোহাগ ভাইয়া।
আলোচনার স্থান-
পুরুষ টিম মেম্বারদের জন্যঃ মসজিদ, ৫ম তলা , মতিঝিল অফিস।
মেয়ে টিম মেম্বারদের জন্যঃ বড় মিটিং রুম, ৪র্থ তলা।
সবাইকে অংশ গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে। আপনার কাজের প্রায়োরিটি বুঝে অংশগ্রহণ করার চেষ্টা করুন।
টিম এইচআর
অন্যরকম ইলেকট্রনিক্স কোং লিঃ