গাড়ির জ্বালানি খরচ কমানোর সবচেয়ে সহজ ৯ টি উপায়!
গাড়ি চালাতে সবার আগে দরকার জ্বালানি। জ্বালানি বা ফুয়েল ছাড়া গাড়ি চালানো অসম্ভব। কিন্তু এই জ্বালানিই আবার খরচের একটা বড় অংশ। তাই অনেকেই জ্বালানি খরচ নিয়ে সর্বদা চিন্তায় থাকেন। অনেকেই জ্বালানি খরচ কমাতে গাড়িকে সিএনজি করে ফেলেন। কিন্তু সিএনজি হোক, বা তেল- দরকারি জিনিসের মতো জ্বালানির দামও বাড়ছে। বাড়ছে গ্যাসের দাম! তাই গাড়ি ব্যবহারে আরো …